পাইথন দিয়ে কি কি কাজ করা যায়ঃ
১. পাইথনের রয়েছে জ্যাঙ্গো, ফ্লাস্কের মতো ফ্রেমওয়ার্ক। তাই ওয়েব ডেভলপমেন্ট এর জন্য পাইথন বেস সিকিউর প্রগ্রামিং ভাষা। NASA, Instagram, Facebook, Google, YouTube সবাই তাদের কিছু কাজের জন্য পাইথন ব্যবহার করেছে।
২. পাইথন সাইবার সিকিউরিটির জন্য বেস জনপ্রিয়। পাইথন পেলোড তৈরিতে ব্যবহার করা যেতে পারে, ম্যালওয়্যার বিশ্লেষণ, প্যাকেটের ডিকোডিং, সার্ভার অ্যাক্সেস, নেটওয়ার্ক স্ক্যানিং, পোর্ট স্ক্যানিং এবং আরও অনেক কিছুতে ব্যবহার করা যেতে পারে।

read more