পরিসংখ্যান (Statistics), লিনিয়ার অ্যালজেব্রা (Linear Algebra), ক্যালকুলাস (Calculus)

ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং শুরু করার সময় অনেকেই একটি জায়গায় আটকে যায়— তা হলো পরিসংখ্যান (Statistics), লিনিয়ার অ্যালজেব্রা (Linear Algebra), ক্যালকুলাস (Calculus) ইত্যাদি প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু শিখবো কি কি টপিকস? কঠিন প্রশ্ন! সমাধান কে দেবে?
আমরা দেখেছি, বাংলায় এই বিষয়গুলোর উপর মানসম্মত রিসোর্স খুবই কম। নাই বললেই চলে। সেই চিন্তা থেকেই আমরা এমন একটি উচ্চমানের, কিন্তু সম্পূর্ণ ফ্রি কোর্স তৈরি করেছি— যা নতুনদের জন্য একেবারে বেসিক থেকে শুরু করবে। আমার গ্যারান্টি— যদি মন দিয়ে শিখেন, তাহলে এই কোর্স শেষ করার পর অন্ততপর্যন্ত পরিসংখ্যান ও লিনিয়ার এলজেবরা, ক্যালকুলাস নিয়ে আর ভয় থাকবে না। এরপর ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং-এ ঢুকতে অনেক বেশি আত্মবিশ্বাস পাবেন।
আমি চাই সবাই শিখুক— তাই কোর্স দুটি সবাইয়ের জন্য উন্মুক্ত করে দিয়েছি।
  • A-Z Statistics for Data Science: Link
  • A-Z Linear Algebra for Machine Learning: Link

.

.