Google gemma-3-270m Model

AI এখন আর শুধু বড় সার্ভার বা হাই-এন্ড GPU নির্ভর নয়। Google গত সপ্তাহে প্রকাশ করেছে Gemma 3 – 270M, একটি মাত্র 270 মিলিয়ন প্যারামিটারের light কিন্তু strong language model। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব অল্প রিসোর্সেই চালানো যায়। মাত্র 0.5 GB RAM থাকলেই স্মার্টফোন, Raspberry Pi এমনকি ওয়েব ব্রাউজারেও সহজে ব্যবহার করা যাবে।

Gemma 3–270M মূলত লোকাল ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ফলে ডেভেলপার কিংবা শিক্ষার্থীরা চাইলে নিজেদের ডেটা দিয়ে সহজেই ফাইন-টিউনিং করে নিতে পারবেন। এটি ইতিমধ্যে ইনস্ট্রাকশন ফলোয়িং এ দক্ষতা প্রমাণ করেছে এবং খুব কম এনার্জি খরচে দারুণ পারফরম্যান্স দিচ্ছে। যেমন, Pixel 9 Pro-তে পরীক্ষায় দেখা গেছে ২৫টি কথোপকথনে ব্যাটারির খরচ হয়েছে মাত্র 0.75%।

এটি পুরোপুরি ওপেন ওয়েট এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশনসহ ওপেন করা হয়েছে। ফলে Hugging Face, Unsloth, Vertex AI সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যাচ্ছে। সংক্ষেপে, যারা AI নিয়ে লোকাল এক্সপেরিমেন্ট, কাস্টমাইজড অ্যাপ্লিকেশন কিংবা লাইটওয়েট প্রজেক্ট করতে চান, তাদের জন্য Gemma 3–270M চেস্টা করে দেখতে পারেন।

Hugging Face Link: https://share.google/iBMu7GjiS1A8F1v8Y

.