জ্যাঙ্গো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Web Framework গুলোর মধ্যে একটি। Python Programming Language -এ বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। যেমনঃ জ্যাংগো, ফ্লাস্ক, পিরামিড ইত্যাদি। এদের মাঝে Django সবথেকে বেশি জনপ্রিও। জ্যাঙ্গোর জনপ্রিয়তার জন্য অনেক কারন রয়েছে। যেমনঃ-
- Django আমাদের কে একটি প্রোপার স্ট্রাকচার দেয় যেটি ফলো করে অনেক দ্রুত এবং সহজে একটি ওয়েব এপ্লিকেশন তৈরি করা সম্ভব।
- Django অনেক বিল্ট ইন লাইব্রেরি প্রোভাইড করে যার কারণে অনেক কম লাইনের কোডে অনেক কিছু সহসে করা পসিবল হয়।
- জ্যাঙ্গোর মূল লক্ষ্য হল জটিল এবং ডাটাবেজ-চালিত ওয়েবসাইট বানানোকে সহজ করা।
- একই জিনিস বার বার ব্যবহার করার সুবিধা দেয় জ্যাঙ্গো, শুধু তাই নয় দ্রুত ডেভলপমেন্টে সাহায্য করাই এর লক্ষ্য।
- পুরো প্রজেক্টে পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়। যেমনঃ সেটিংস, ফাইল, ডাটা মডেলিং (ডাটাবেজ), ফর্ম ইত্যাদি।
- এর স্ট্রাকচার এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন ডেভেলপার টপ কোয়ালিটির কোড ক্রিয়েট করতে পারে।
- তাছাড়া পারফরম্যান্স, সিকিউরিটি, স্কেলেবিলিটি এর দিক দিয়ে Django অনেক এগিয়ে।
- যে সকল প্রোজেক্ট এ জ্যাঙ্গো ব্যাবহার হয়েছে এর একটি লিস্ট করা সম্ভব নয় কিন্তু কিছু বড় বড় প্রোজেক্ট এর লিস্ট দেয়া যেতেই পারে। যেমনঃ YouTube, Google, Instagram, NASA, Mozilla, Udemy, Instagram, Spotify, Dropbox, Pinterest ইত্যাদি, এরকম আরো অনেক পপুলার ওয়েবসাইট এর প্রোজেক্ট এ Django ইউজ করা হয়েছে।
- পাইথন দিয়ে মেশিন লার্নিং ও ডীপ লার্নিং এর কাজ করা যায় , আর এই মেশিন লার্নিং ও ডীপ লার্নিং কোডের ইউজার ইনটারফেস জ্যাঙ্গো ব্যবহার করে খুব সহজে দেয়া যায়। Ex: Fruits classification & Detection , Leaf Diseases Detection etc.
- জ্যাঙ্গো REST ফ্রেমওয়ার্ক ওয়েব API তৈরির জন্য একটি শক্তিশালী টুলকিট যা মেশিন লার্নিং মডেল Deployment ব্যবহার করা যেতে পারে।
- Django REST ফ্রেমওয়ার্কের সাহায্যে, জটিল মেশিন লার্নিং মডেলগুলিকে শুধুমাত্র একটি API এন্ডপয়েন্ট কল করে সহজেই ব্যবহার করা যেতে পারে।
-তাহলে কিভাবে শিখব?
- আপনি আগে অবশ্যই বেসিক পাইথন দিয়ে শুরু করুন।
- তারপরে ভাল করে OOP শিখুন। কারন Object Oriented Programming (OOP) খুবই ইম্পরট্যান্ট।
- এবার Basic HTML, CSS শিখে নিন।
- ধাপে ধাপে Django Framework নিয়ে কাজ করা শুরু করা যেতে পারে।
- আমাদের Course টি ফলো করতে পারেন। যেমনঃ Django for Web & AI
- Django Documentation
-Abu Noman Basar
Django Developer